২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে মানারাত ভিসির শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)'র সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) এক শোক বার্তায় সাংবাদিকতা জগতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী অসামান্য অবদান রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায় ও মত প্রকাশের স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই অবিসংবাদিত নেতা। এ জন্য তিনি দীর্ঘদিন কারাবরণও করেছেন। স্বাধীন সাংবাদিকতার জন্য তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব মহান আল্লাহ তা'আলার কাছে মরহুম রুহুল আমিন গাজীর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন শোক বার্তায়। একই সঙ্গে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে যুবককে হত্যা, মামলা অপমৃত্যুর

রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

রাজধানীতে ৬ বছরের শিশুকে 'ধর্ষণ', ঢামেকে ভর্তি

৪০৪ রান করা মুস্তাকিমের আইডল সাকিব, জানালেন ভবিষ্যৎ স্বপ্নের কথা
