ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউসিএসআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ইউজিসি অফিসে এই সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এনামুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়াজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, প্রভোস্ট চ্যান জো জিম ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।
দ্বিপাক্ষিক এই আলোচনার পাশাপাশি সাক্ষাৎকালে প্রফেসর এনামুল হক ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদানের ধারা অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার মানদন্ড বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}
