কোটা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ, জমায়েত ব্র্যাক ও বিইউবিটি শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১১:৩৩ AM
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে জমায়েত ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নিজ নিজ ক্যাম্পাসের সামনে ব্র্যাক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।
জানা গেছে, রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিক্ষোভ করবেন বলে জানা গেছে।
একই সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের সামনে জড়ো হন। তাদেরও দাবি সম্বলিত ব্যানার বহন করতে দেখা গেছে।
আরো পড়ুন: টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল স্টার্টআপ বাংলাদেশ’র
কোটা সংস্কারপন্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন তারা। এরপর চলমান অবরোধ কর্মসূচিও পালন করা হবে বলে তারা জানিয়েছেন। সোমবার (১৫ জুলাই) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।