রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ

বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।  যোগদানের তারিখ হতে চার বছরের জন্য নিয়োগ প্রদানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।’

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়।

ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ একজন ভাষাবিদ, শিক্ষক ও লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন। ১৯৮৮ সাল থেকে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শিক্ষকতার পাশাপাশি দায়িত্ব পালন করেছেন বাংলা একাডেমীর মহাপরিচালক হিসেবে। ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ লেখালেখি করছেন দীর্ঘদিন। শিশু সাহিত্য, অনুবাদ, সম্পাদনা, প্রবন্ধ-গবেষণাসহ ২৫টির মতো বই প্রকাশিত হয়েছে তার। কাজের স্বীকৃতি হিসেবে জাপানের দাইকো ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন পুরস্কার অর্জন করেন তিনি

উল্লেখ্য, ২০১৬ সালে ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। এটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। এর ইংরেজি নাম ‘টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস’। এটি রাজধানীর অদূরে কেরানীগঞ্জে স্থাপনের অনুমোদন পেয়েছে।


সর্বশেষ সংবাদ