অনূর্ধ্ব ৫০ বয়সী বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে দেশসেরা নর্থ সাউথ, তালিকায় আরও ১৪ উচ্চশিক্ষালয়

টাইমস হায়ার এডুকেশন

  © লোগো

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) বৈশ্বিক ইয়ং ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২০২৪ সালে বাংলাদেশ থেকে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ)। মঙ্গলবার (১৪ মে) এই র‍্যাঙ্কিং প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। অনূর্ধ্ব ৫০ বছর বয়সী (বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল ৫০ বছর কিংবা তার চেয়ে কম) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে গণ্য করা হয় এই র‍্যাঙ্কিংয়ে। তালিকায় দেশের প্রথমে থাকা বেসরকারি এই উচ্চশিক্ষালয়টির অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বয়স ৩২ বছর চলমান।

চলতি বছর যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ থেকে প্রকাশিত ইয়ং ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ১৮টি সূচক মানদণ্ড হিসেবে গণনা করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক লক্ষ্য, পাঠদান ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বিবেচনায় করেছে তারা।

টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, এবার সব মিলিয়ে বিশ্বের ৬৭৩টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান করতে পেরেছে, যা বিগত বছর ছিল ৬০৫টি। এছাড়াও চলতি বছর ৪৯৯টি বিশ্ববিদ্যালয় ‘রিপোর্টার’ হিসেবে তালিকায় স্থান পেয়েছে, যারা তাদের সব ধরনের তথ্য (ডাটা) সরবরাহ করলেও র‍্যাঙ্কিংয়ের মানদণ্ড পূরণ করতে না পারায় কোনো বৈশ্বিক অবস্থান করতে পারেনি। আর বাংলাদেশে এর সংখ্যা ১১টি।

‘টাইমস হায়ার এডুকেশন’ বিগত ২০১৯ সাল থেকে ওয়ার্ল্ড ইয়ং ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং প্রকাশ শুরু করে। এতে যে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বয়স ৫০ বছর কিংবা তার চেয়ে কম, শুধুমাত্র তাদের মধ্যে গুণগত মান বিবেচনায় ধরে এই র‍্যাঙ্কিং করা হয়। চলতি বছর ইয়াং ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে।

এ বছর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, তালিকায় ৩০১-৩৫০ এর মধ্যে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি,  রয়েছে ৩৫১-৪০০ এর মধ্যে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা হয় ২০০১ সালে। তৃতীয় অবস্থানে থাকা খুলনা বিশ্ববিদ্যালয় তালিকায় ৪০১-৫০০ এর মধ্যে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা সন ১৯৯১। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালিকায় ৫০১-৬০০ এর মধ্যে থেকে চতুর্থ অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা লাভ করেছিল।

এছাড়াও তালিকায় ‘রিপোর্টার’ হিসেবে নাম এসেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস স্টাডিজ অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর।


সর্বশেষ সংবাদ