ঢাকা আই কেয়ার হাসপাতাল-অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা আই কেয়ার হাসপাতাল এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা আই কেয়ার হাসপাতালের পক্ষ থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার এ. কে. এম. মাহমুদুল ইসলাম এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আসমা কবির, ফার্মেসি বিভাগের কো-অর্ডিনেটর মো. ফরহাদ হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ।

চুক্তি অনুযায়ী—অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ ঢাকা আই কেয়ার হাসপাতালের চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা পাবেন এবং ঢাকা আই কেয়ার হাসপাতালের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির যেকোন বিষয়ে ভর্তিতে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হবেন।


সর্বশেষ সংবাদ