ইউআইইউতে ‘সাংবাদিকতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার

ইউআইইউতে সেমিনার
ইউআইইউতে সেমিনার  © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) নারী দিবস উপলক্ষ্যে ‘সাংবাদিকতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ শাফিউল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্সের ডিন অধ্যাপক ড. হামিদুল হক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআইইউর ইংরেজি বিভাগের প্রধান ড. মো. কামরুল হাসান, বেসরকারি ডিবিসি নিউজের সিনিয়র প্রতিবেদক ও উপস্থাপক শারমিন সম্পা এবং ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট জার্নালিস্ট নাসরিন হুদা।

সেমিনারে নারীর ক্ষমতায়নে গণমাধ্যমে করণীয়, গণমাধ্যম কর্মীদের ভূমিকাসহ নানা বিষয় উঠে আসে। এসময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও  অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ