এআইইউবি এবং ডব্লিউউইউএসটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউউইউএসটি) এর মধ্যে রবিবার (২২ অক্টোবর) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

এআইইউবি -এর প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউউইউএসটি) এর চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে। 

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসময় এআইইউবি এর ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা, এআইইউবি এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান ও রেজিস্ট্রারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ