ঈদের ছুটি শেষে রবিবার খুলছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঈদ-উল-আজহার ছুটি শেষে আগামীকাল খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। রবিবার (৯ জুলাই) থেকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী চলবে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম। অন্যদিকে ১৮ জুন হতে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস, দপ্তর, হল ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ছিলো।

এদিকে ৬ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকলেও ৭ ও ৮ জুলাই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল থেকে পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে বলে জানা গেছে।
 
এদিকে প্রিয়জনদের সাথে ঈদ-উল-আজহার আনন্দ ভাগাভাগি শেষে ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।


সর্বশেষ সংবাদ