টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না: উপমন্ত্রী শামীম

একেএম এনামুল হক শামীম
একেএম এনামুল হক শামীম

কোনো শিক্ষার্থীর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হবে না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে শিক্ষার মান উন্নয়ন হয়, শিক্ষার্থীরা ঝড়ে পড়ে না। বঙ্গবন্ধুর জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষ্যে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী থেকে ফরম পূরণ বা টিউশন ফি বেশি নেওয়া যাবে না। যেসব শিক্ষার্থীরা টাকার অভাবে ফরম পূরণ করতে পারবে না, ঝড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাদের পড়াশোনার খরচ আমি বহন করব।’

আরো পড়ুনঃ পোস্টগ্র্যাজুয়েটদের ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: বিএসএমএমইউ ভিসি

আজ শনিবার (০৮ জুলাই) শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রসাশন কর্তৃক পরিষদের হল রুমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এসময় ৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ লাখ টাকা অনুদানের চেক এবং উপজেলার ১৫০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয়।

প্রধান অতিথির আলোচনায় একেএম এনামুল হক শামীম বলেন, ‘শিক্ষার্থীরা এদেশের ভবিষ্যত। তাদের সুন্দরভাবে বিকশিত করার জন্য প্রধানমন্ত্রী স্কুল, কলেজ, মাদ্রাসাসমূহ এমপিওভূক্ত করেছেন। উপজেলা পর্যায়ে স্কুল ও কলেজ জাতীয়করণ করা হয়েছে। নড়িয়ায় শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ, ক্লাস সংকট নিরসনে ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শিক্ষক সংকট নিরসন করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে বৈঠক করে সমস্যা সমাধানে আমি কাজ করেছি। গত কয়েক মাস আগে নড়িয়াতে ৬০০ শিক্ষক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করেছে।’

নারী শিক্ষার উন্নয়নের ব্যাপারে উপমন্ত্রী বলেন, ‘গত এক সপ্তাহ আগে সৌদি থেকে আমি পবিত্র হজ্ব ব্রত পালন করে এসেছি। তোমরা জানলে অবাক হবে যে, সৌদিতে আগে নারীরা ঘরের বাইরে কোনো কাজ করতে পারত না। এখন তারা ইমিগ্রেশনসহ অফিসসমূহে কাজ করছে। কিন্তু আমাদের দেশের মেয়েরা আগে থেকেই কাজ করতে পারত। আগে আমাদের দেশে মহিলা ভাইস চেয়ারম্যান ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করে নারী নেতৃত্বকে বিকশিত করেছেন। ইউনিয়ন পরিষদ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল পর্যায়ে নারীরা এখন ক্ষমতাসীন। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে নারীরা এগিয়ে যাচ্ছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এনামুল হক শামীম বলেন, ‘যে ট্যাব আজ তোমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পেলে, সেই ট্যাব ব্যবহার করে তোমরা পৃথিবীর ইতিহাস, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস জানতে পারবে। নড়িয়া ও শরীয়তপুরের ইতিহাস ঐতিয্য সম্পর্কে জানতে পারবে। ট্যাব ব্যবহার করে তোমরা গণিত ও বিজ্ঞানের জটিল সমাধান পেয়ে যাবে ইন্টারনেটের কল্যাণে। ট্যাবটি তোমাকে বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। তোমরাই ভবিষ্যতের নড়িয়া, শরীয়তপুর, বাংলাদেশ ও বিশ্বকে নেতৃত্ব দিবে।’

উপমন্ত্রী আরও বলেন, ‘গত নির্বাচনে প্রচারণায় গিয়ে আমি জানতে পারলাম নড়িয়ার রাজনগরে কোনো উচ্চ বিদ্যালয় নেই। আমি রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয় নামে সেখানে একটি স্কুল প্রতিষ্ঠা করে দিলাম। রাজনগরের সেই স্কুল থেকে একটি মেয়ে গোল্ডেন এপ্লাস পেয়েছে, শতভাগ পাস করেছে। নড়িয়ার প্রত্যন্ত অঞ্চল কাঁচিকাটাসহ উপজেলা সদরের বিহারী লাল, মজিদ-জরিনাসহ সকল স্কুলের পড়াশোনার মান শতগুণ বৃদ্ধি পেয়েছে। গত মন্ত্রীসভার বৈঠকে শরীয়তপুরে একটি বিশ্ব মানের পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের চুরান্ত অনুমোদন হয়েছে। তোমরা তৈরী হও, জাতির পিতার নামে অনুমোদিত সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা কৃষি উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ সকল কিছু শিখতে পারবে। উচ্চতর গবেষণা করে তোমরা নড়িয়া, শরীয়তপুরকে আলোকিত করতে পারবে। নিজেকে আলোকিত করে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার জন্য দোয়া করবে।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য ট্যাব, চেক ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল,  সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ