রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

আরপিএসইউ-এ বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
আরপিএসইউ-এ বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা  © টিডিসি ফটো

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে (আরপিএসইউ) বিজয় দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি এবং প্রবন্ধ উপস্থাপন দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১৮ ডিসেম্বর ২০২২) এই আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

সভায় বিজয় দিবস নিয়ে বক্তব্য রাখেন রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান জনাব কাজী লতিফুর রেজা, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন ড. রবিউল হোসেইন, ট্রেজারার ড. রবীন্দ্র নাথ শীল, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক জনাব মহাবীর পতি এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জনাব আবু আলম মো. শহীদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএসইউ মাননীয় উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায়।

আরও পড়ুন: ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক স্বাধীন দেশ পেয়েছি। যার সুফল ভোগ করছে পুরো জাতি। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ