পহেলা সেপ্টেম্বর কিন্ডারগার্টেন খুলতে চায় ‘বিকেএ’
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১২:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২১, ০১:৫৩ PM
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন খুলে দিতে সরকারের ঘোষণা চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ)। অন্যথায় নিজেদের দায়িত্বেই প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এমনটিই জানান সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, লেখাপড়া করে বেকার না থেকে আমরা দেশের কাজে অংশ নিয়েছি। আমরা উদ্যোক্তা হয়েছি। কিন্ডারগার্টেনে এই সমাজের প্রায় ৮ লক্ষাধিক বেকার যুবকদের কর্মসংস্থানের তৈরি হয়েছে। সারাদেশে প্রায় এক কোটি শিশুর লেখাপড়ার সুযোগ কিন্ডারগার্টেনের মাধ্যমে হয়েছে। অথচ এসকল শিশুদের পড়ালেখার জন্য সরকারের হাজার হাজার অবকাঠামোর প্রয়োজন হতো। এই ৮ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে দেয়া লাগতো। এই এক কোটি শিশুকে রাজকোষ থেকে উপবৃত্তি দেয়া লাগতো। যার কিছুই এখন করা লাগছেনা। কিন্ডারগার্টেন এর মাধ্যমে দেশের প্রায় ৪০ শতাংশ শিশুকে শিক্ষাদান করেও আমরা আজ অবহেলিত।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব জাহাঙ্গীর কবির রানা। তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস ধরে আমরা বারবার আশার আলো দেখেছি। অসহায় ক্ষুধার্ত চিত্তে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি। আমাদের প্রতিষ্ঠান খুলবে আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান মুখরিত হবে ছোট ছোট সোনামণিদের পদচারণায়। কিন্তু সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলো গণপরিবহন, লঞ্চ, স্টিমার, দোকানপাট, বাজার, মসজিদ, মাদ্রাসা, অফিস-আদালত। শুধুমাত্র বন্ধ থাকলো শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা চাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক। আমাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করুন।
এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান মোঃ সহিদুর রহমান বাবু, মনিরুল ইসলাম, অর্থ সচিব মোশাররফ হোসেন সহ সাংগঠনিক সচিব রফিকুল ইসলাম সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।