প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

করোনার কারণে চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে
করোনার কারণে চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে  © ফাইল ফটো

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। হচ্ছে না ক্লাসও। এরমধ্যেই চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ পরীক্ষা কীভাবে নেওয়া হবে, শিগগিরই কাঠামো ঠিক করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালককে।

জানা গেছে, গত ২৪ জুন মন্ত্রণালয় থেকে সমাপনী পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই কাঠামো তৈরি করতে বলা হয়। নির্দেশনার পর এর সংশোধনের কাজ শুরু করেছে নেপ। চলতি বছর যে কয়দিন শিক্ষাপ্রতিষ্ঠান চলবেম তার আলোকে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা হবে। প্রতি বছর নভেম্বরে সাধারণত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। তবে করোনার কারণে এবারের পরীক্ষা অনিশ্চয়তায় রয়েছে।

নেপ মহাপরিচালক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষার সেই কাঠামো ঠিক করতে মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আগের কাঠামোতে এখন পরীক্ষা নেওয়া যাবে না। সে জন্য শিগগিরই কাঠামো সংশোধন করা হবে। প্রশ্নপত্র তৈরির প্রস্তুতি আমাদের রয়েছে। শিগগিরই একটি ওয়ার্কশপে কাঠামো চূড়ান্ত করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

সূত্র জানায়, জুলাই মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে তার প্রস্তুতি রাখা হয়েছে। আর আগস্টেও যতি খোলা সম্ভব না হয় তাহলে সেপ্টেম্বরের প্রস্তুতি অনুযায়ী পাঠ্যসূচি প্রণয়ের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি হবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলে তিন মাস ক্লাস হলেও আমরা পরীক্ষা নিতে পারবো।’

মহাপরিচালক বলেন, ‘আমরা কখনও পরীক্ষা নেওয়া হবে না, এমন কথা বলিনি। সিদ্ধান্ত বহাল থাকলে বছরের শেষেও পরীক্ষা হবে।’

অপরদিকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষার বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘পরীক্ষা নেওয়ার অনুরোধ আমরা অধিদফতরকে আগেই জানিয়ে রেখেছি। পরীক্ষা নেওয়া হবে না, বলা হয়নি। কোনও সুপারিশও করিনি।’


সর্বশেষ সংবাদ