মাদারীপুরের ১৫১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

  © টিডিসি ফটো

মাদারীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১৫১টি পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অপরদিকে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজসহ অন্যান্য কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে| শূন্যপদে শিক্ষক নিয়োগের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১৫১ পদ শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষক অফিস সূত্রে জানা যায়, মাদারীপুরের ৪টি উপজেলায় বর্তমানে প্রধান শিক্ষকের ১৫১টি পদ শূন্য রয়েছে। শুধু রাজৈর উপজেলায় বর্তমানে ৪৪টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া মাদারীপুর সদর উপজেলায় ৩৭টি, কালকিনি উপজেলায় ৪১টি এবং শিবচর উপজেলা ২৯টি পদ শূণ্য রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয়গুলো পরিচালিত হয়ে আসছে। যার মাধ্যমে বিদ্যালয়গুলো শিক্ষার গুণগত মান ব্যহত হচ্ছে। শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের জোর দাবি জানান তারা| 


সর্বশেষ সংবাদ