প্রাথমিকের দ্বিতীয় ধাপ: দুই জেলার মৌখিক পরীক্ষার সময় বাড়ছে

শ্রেণিকক্ষে শিক্ষক
শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। দুই জেলার প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। গত ১৪ মার্চ থেকে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র আজ বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষায় দুটি জেলার প্রার্থী অনেক বেশি। এই দুই জেলার প্রার্থীদের ভাইভা ২২ এপ্রিলের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট জেলা জানিয়েছে। সেজন্য এই দুই জেলার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, দুটি জেলার প্রার্থী বেশি হওয়ায় মৌখিক পরীক্ষার সময় ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে এই সময় কেবল ওই দুই জেলার ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিলই শেষ হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

 

সর্বশেষ সংবাদ