প্রাথমিক শিক্ষায় পিছিয়ে পড়ছে প্রান্তিক নৃগোষ্ঠী ও চরাঞ্চলের শিশুরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৬ PM
দেশের দরিদ্রপ্রবণ প্রান্তিক অঞ্চলে গুণগত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আরও বিশেষ সহায়তা থাকার কথা থাকলেও সেটি হচ্ছে না। ফলে গুণগত প্রাথমিক শিক্ষায় পিছিয়ে পড়ছে প্রান্তিক নৃগোষ্ঠী ও দুর্গম চরাঞ্চলের শিশুরা। তাই প্রাথমিক শিক্ষায় সরকারি-বেসরকারি সংস্থা ও পলিসি বাস্তবায়নকারীদের প্রান্তিক নৃগোষ্ঠী ও দুর্গম চর এলাকার শিশুদের গুণগত শিক্ষা বিষয়ে দ্রুত দৃষ্টি দেয়া ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়া প্রয়োজন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এডুকেশন রিপোর্টারস এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর সদস্যদের সাথে জাতীয় পর্যায়ের এডভোকেসি কর্মশালায় এসব তথ্য উঠে আসে। কর্মশালার আয়োজন করে জাপানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়। সহযোগিতায় ছিল গ্রাম বিকাশ কেন্দ্র ও পাপড়ি।
কর্মশালায় উপস্থিত অতিথিরা
কর্মশালায় প্রান্তিক এলাকার প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও প্রান্তিক নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা অধিকার বাস্তবায়িত না হওয়া ও নিজস্ব কমিউনিটির শিক্ষক না থাকার বিষয়গুলো বিভিন্ন পরিসংখ্যান ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে আলোকপাত করা হয়।
এই উপস্থাপনার মাধ্যমে দেখা যায়, বিভিন্ন প্রান্তিক নৃগোষ্ঠীর বিশেষ করে সাঁওতাল, তুরি, মুশোহর, রবিদাস, কর্মকার নৃগোষ্ঠীর শিশুদের জন্য দিনাজপুর সদর উপজেলার লক্ষিত ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০০ শিশুর জন্য মাতৃভাষায় শিক্ষালাভের কোন সুযোগ নেই, শুধুমাত্র ওঁরাও শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক বইয়ের ব্যবস্থা থাকলেও, সেখানেও কোন আদিবাসী শিক্ষক নেই। অপরদিকে, নরসিংদীর প্রান্তিক চরাঞ্চলে শিক্ষক স্বল্পতার কারণে লক্ষিত ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ৪০% শিক্ষক রয়েছেন (এবং কোন প্রধান শিক্ষক নেই), তাই নিয়মিত ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে ২ হাজার ৫৯৩ জন শিশু। যার ফলে এসব প্রান্তিক শিশুরা গুণগত প্রাথমিক শিক্ষালাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং গুণগত প্রাথমিক শিক্ষায় পিছিয়ে পড়ছে বা, ঝরে পড়ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়
অধিকন্তু, এসব দরিদ্রপ্রবণ প্রান্তিক অঞ্চলে গুণগত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আরও বিশেষ সহায়তা থাকা ন্যায্য ছিল। তাই প্রাথমিক শিক্ষায় সরকারি-বেসরকারি সংস্থা ও পলিসি বাস্তবায়নকারীদের এই সকল প্রান্তিক নৃগোষ্ঠীর ও দুর্গম চর এলাকার শিশুদের গুণগত শিক্ষা বিষয়ে দ্রুত দৃষ্টি দেয়া ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়া প্রয়োজন।
এই কর্মশালায় ইরাবের ২১ জন সদস্যসহ গ্রাম বিকাশ কেন্দ্র, পাপড়ি ও শাপলা নীড়ের সর্বমোট ২৯ জন প্রতিনিধি অংশ নেন এবং তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। শিক্ষা বিষয়ক এসডিজি-৪ বাস্তবায়নে সফলতা পেতে হলে, প্রান্তিক নৃগোষ্ঠীর শিশুদের ও দুর্গম চরাঞ্চলের প্রান্তিক শিশুদের পেছনে রাখার সুযোগ নেই এবং তাদেরকে শিক্ষা অধিকারে সমসুযোগ এবং কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিক বিশেষ সুযোগ দিতে হবে বলে কর্মশালায় আলোচনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। পরে কর্মশালার বিশেষ অতিথি ও শাপলা নীড় বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তোমোকো উচিয়ামা প্রান্তিক শিশুদের শিক্ষা অধিকারে অধিকার প্রকল্পের সমন্বিত এই উদ্যোগে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে এ সংক্রান্ত পলিসি এডভোকেসি ইস্যুগুলো আরও অনুসন্ধানী রিপোর্টিংয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিভিন্ন অংশীজনদের মাঝে তুলে ধরার জন্য ইরাব সদস্যদের প্রতি অনুরোধ জানান ।
কর্মশালার সভাপতি এবং ইরাব সভাপতি শরীফুল আলম সুমন প্রান্তিক শিশুদের প্রাথমিক শিক্ষার বাস্তবচিত্র জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সাথে তুলে ধরার জন্য গ্রাম বিকাশ কেন্দ্র, পাপড়ি ও শাপলা নীড়কে ধন্যবাদ জানান। একইসঙ্গে ইরাবের সদস্যদের এ বিষয়ে আরও অধিকতর অনুসন্ধানী রিপোর্টিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে অধিকার প্রকল্প পরিচালনাকীদের আশ্বাস দেন।
প্রসঙ্গত, জাপানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘শাপলা নীড়’ ৫০ বছরের অধিক সময় ধরে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন বিষয়ে কাজ করে আসছে। সহায়ক সংস্থা, গ্রাম বিকাশ কেন্দ্র ও পাপড়ি’র সহায়তায় শাপলা নীড়, বর্তমানে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন প্রান্তিক নৃগোষ্ঠীর শিশু ও নরসিংদীর রায়পুরার দুর্গম চাঁনপুর চরাঞ্চলের প্রান্তিক শিশুদের শিক্ষা অধিকার বিষয়ে, ‘অধিকার প্রকল্প’ বাস্তবায়ন করছে। এবং এই ইস্যুতে বিভিন্ন অংশীজনদের যৌথ প্রয়াসে সমন্বিত শিক্ষা উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে প্রকল্পটি শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের শুরু থেকেই প্রান্তিক শিশুদের প্রাথমিক শিক্ষা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উভয় প্রকল্প এলাকায় বিভিন্ন শিক্ষাসেবা প্রদানের পাশাপাশি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের এডভোকেসি কার্যক্রম অব্যাহত রেখেছে প্রকল্পটি।