পদোন্নতি নিতে না চাওয়া শিক্ষকদের তথ্য গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে অনাগ্রহী শিক্ষকদের তথ্য গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পিআরএলে যাওয়া শিক্ষকদের তথ্যও গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে পিআরএল ও পদোন্নতিতে অনাগ্রহী শিক্ষকদের গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির গ্রেডেশন তালিকার মন্তব্য কলামে পিআরএলে যাওয়াদের তথ্য ও পদোন্নতি গ্রহণে অনাগ্রহী শিক্ষকের তথ্য সংযুক্ত করার জন্য বলা হলো।