প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের পরীক্ষা হতে পারে আগস্টে

ক্লাস করছেন শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো
ক্লাস করছেন শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো  © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা আগামী আগস্ট মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপের পরীক্ষার আগে আরও দুই বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদ পূরণে বিভাগওয়ারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়ময়সিংহ বিভাগের জন্য দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ঈদের আগেই প্রকাশের পরিকল্পনা করেছে ডিপিই।

অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, তিন ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নিয়োগে সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। তবে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষক নিয়োগের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনিষ চাকমা বলেন, আগামী আগস্টে প্রথম ধাপের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো সমস্যা না হলে আগস্টে প্রথম ধাপের পরীক্ষা আয়োজন করা হবে। এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত গত ২৭ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট এবং ২০ মার্চ দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই দুই ধাপের আবেদনগ্রহণ শেষ হয়েছে।


সর্বশেষ সংবাদ