বাড়ছে না পদ সংখ্যা

প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল কবে, যা জানাল অধিদপ্তর

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নভেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সিনিয়র সচিব আমিনুল ইসলাম বলেছিলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে। 

ডিপিই সূত্রে জানা গেছে, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ১৩ লাখের বেশি চাকরিপ্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর একত্রিত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ ফল তৈরির কাজ করছে।

ওই সূত্র আরও জানায়, ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বুয়েটের কাছ থেকে সবুজ সংকেত পেলে শিগগিরই ফল প্রকাশ করা হবে। নভেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বৃহস্পতিবার (৩ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নভেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

পদ সংখ্যা বাড়ছে না
২০২০ সালে ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় অনেকেই অবসরে গেছেন। এই অবস্থায় পদ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পদ সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, পদ সংখ্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। সার্কুলারে যতগুলো পদ উল্লেখ ছিল ততগুলো পদের বিপরীতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে শেষ মুহূর্তে মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে সেটি ভিন্ন বিষয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২২ এপ্রিল থেকে তিন ধাপে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।


সর্বশেষ সংবাদ