পদোন্নতি পেয়ে উপজেলা শিক্ষা অফিসার হলেন ৫২ জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫২ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী শিক্ষা অফিসার থেকে উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন। সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া সবাই বিভিন্ন উপজেলায় শিক্ষা অফিসার পদে কর্মরত ছিলেন। তারা সবাই ৯ম গ্রেডে উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি বিভাগীয় পদোন্নতির সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫২ জন কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর যোগদান করতে বলা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পদায়িত থাকবেন।

প্রজ্ঞাপন


সর্বশেষ সংবাদ