ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে কবি নজরুল কলেজ ছাত্রলীগ
- নজরুল কলেজে প্রতিনিধি
- প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৬:৫২ PM , আপডেট: ০১ জুলাই ২০২০, ০৬:৫২ PM
মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশের ন্যায় রাজধানীতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
বুধবার (১ জুলাই) দুপুরে ক্যাম্পাসে ও খেলার মাঠের পাশ দিয়ে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়। এর আগে কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
“মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান।” স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সারাদেশে তিনটি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
কলেজ শাখা ছাত্রলীগের নেতারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করেছি এবং বিনামূল্যে চারা গাছ বিতরণ করছি।