জোট করে আজ ডাকসুর প্যানেল দেবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য জোট করে প্যানেল দেবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ সোমবার বিকেলেই জোট ও প্যানেল ঘোষণা করা হবে বলে কমান্ডের নেতারা জানিয়েছেন।

তবে কাদের সাথে জোট গঠন করা হবে বলে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্বে ছাত্রলীগেরই কয়েকজন নেতা রয়েছেন। 

সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সনেট মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কমান্ড আলাদা প্যানেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। আমরা একটা জোট করতে যাচ্ছি, তবে এখনো কাজ শেষ হয়নি। আমাদের জোট হবে ‘বৃহত্তর ছাত্র জোট ’ না। এতে ভিপি হয়ে আসবে সাধারণ ছাত্র-ছাত্রীদের বিকাশের সবার প্রিয় একজন ব্যক্তিত্ব, রাজপথে ক্যাম্পাসের প্রমিথিউস তার নিজস্ব বৈশিষ্ট্যে সে সমুজ্জ্বল ।’

তিনি আরও বলেন, ‘যত সংগঠনই আছে সবার মাঝেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে। আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান তাদের সাথে যেতে পারিনা। আমরা বীর সন্তান ও প্রজন্ম মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ-সাত হাজার ভোটারই আছি। তাই আমরা ক্যাম্পাসে ভোটের রাজনীতির স্বার্থে সকলে গ্রহনযোগ্য প্রার্থীকে সাথে নিয়ে জোটে অংশগ্রহণ করবো।

সনেট বলেন, ‘আমাদের বিশ্বাস এই জোটই হবে ডাকসুর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জোট এবং আমাদের জয় সুনিশ্চিত। কারণ, আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়েই জোট করছি এবং এর অগ্রগতি ও সাড়া ভালোই পাচ্ছি।’


সর্বশেষ সংবাদ