ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শাবিপ্রবি ছাত্রশিবিরের পতাকা উত্তোলন

শাবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের পতাকা উত্তোলন ও সংহতি সমাবেশ
শাবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের পতাকা উত্তোলন ও সংহতি সমাবেশ  © টিডিসি

ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদি ইসরায়েলি বাহিনী কর্তৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে পতাকা উত্তোলন ও সংহতি সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

আজ বুধবার (৯ এপ্রিল) বেলা আড়াইটায় কেন্দ্রীয় ছাত্রশিবিরের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় তারা গাজায় চলমান নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা জানান। সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন ও সভাপতি তারেক মনোয়ারসহ অন্য নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘ইউরোপ থেকে উড়ে এসে জুড়ে বসে স্বাধীন ফিলিস্তিনের নিরীহ মানুষদের নির্বিচার গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক যুদ্ধনীতি অমান্য করে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আরও পড়ুন: বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি ঢাবি শিক্ষকদের

তিনি আরও বলেন, ‘মুসলমানরা একটি দেহ। দেহের কোথাও সামান্য আঘাত পেলে পুরো দেহে যন্ত্রণা অনুভব হয়। এই জুলুম নির্যাতনের পর হয়তো পৃথিবীতে এক সময় ইসরায়েলের নাম নিশানা অস্তিত্ব থাকবে না।’

এ ছাড়া সমাবেশ শেষে বাংলাদেশ পাসপোর্টে ইসরায়েল প্রবেশে নিষেধাজ্ঞা লেখা পুনর্বহাল, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন ও তাদের তৈরিকৃত পণ্য বর্জন করার আহ্বান জানান তারা।


সর্বশেষ সংবাদ