দেশের ৬৬৫জন আলেমকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৯:০৩ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ৬৬৫ জন সম্মানিত আলেমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের প্রতিনিধিদের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, শুক্রবার (২৮ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন প্রসিদ্ধ মাদ্রাসা ও বুজুর্গ ১০৬ জন এবং সারা দেশে ৫৫৯ জন আলেমকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।