ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নেওয়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

ইসতিয়াক আহমেদ সোহান
ইসতিয়াক আহমেদ সোহান  © টিডিসি সম্পাদিত

ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মারধরে জড়িত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহান বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসতিয়াক আহমেদ সোহানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত ১৫ মার্চ ‘ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল ও বঙ্গবন্ধু জোটের নেতাকর্মীরা’ শীর্ষক এক প্রতিবেদন দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়।

এতে বলা হয়, পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্লাপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছে উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতার নেতৃত্বে একদল নেতাকর্মী। গত ৪ মার্চ সাদুল্লাপুর প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী উপজেলার খোদা বকস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুর রহমান সরকার গত ৯ মার্চ সাদুল্লাপুর থানায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন।

এ ঘটনায় একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে ওই শিক্ষককে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাচ্ছে একদল লোক। মোটরসাইকেলের সামনে ছিলেন গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অন্তর সরকার। এসময় সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহান পেছনে আরেকটি মোটরসাইকেলে ছিলেন।


সর্বশেষ সংবাদ