জাবিতে শিবির চত্বরের সংবাদটি ভুয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ১০:০০ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০৮:৪৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘শিবির চত্বর’ হিসেবে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। ভুয়া খবর সণাক্তকারী অনুসন্ধানী গণমাধ্যম বিডি ফ্যাক্টচেক এ তথ্য নিশ্চিত করেছে।
তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণ দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন যেহেতু দুর্নীতি বিরোধী, তাই ভিসি এবং ছাত্রলীগ এটাকে শিবিরের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। আর সাধারণ ছাত্রছাত্রীরা শিবিরকে আইডল বানিয়ে আন্দোলনরত থাকা কেম্পাসকে শিবির চত্বর ঘোষণা করেছে, আলহামদুলিল্লাহ্।’
‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসকে ‘শিবির চত্বর’ হিসেবে ঘোষণা করলো!! আসলে আল্লাহ যাদেরকে ভালবাসেন তাদেরকে এভাবেই সম্মানিত করেন।’
এই ধরনের একাধিক বার্তা ‘শিবির চত্বর’ লেখা ছবিটির সাথে যুক্ত করে পোস্ট করা হচ্ছে বিভিন্ন ফেসবুক একাউন্ট ও পেইজ থেকে। কিন্তু রিভার্স ইমেজ সার্চ থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে ছবিটি অন্তত চার বছরের পুরোনো।
২০১৫ সালের ২০ এপ্রিল ‘ছাত্র শিবির বাংলাদেশ’ নামে একটি ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসেবে ছবিটি আপলোড করা হয়েছিল। ওই একই দিনে ফেসবুক পেইজটি ক্রিয়েট করা হয়। (যদিও পেইজটি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজ নয়।)
ছবিটি কোন জায়গায় তোলা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণ দাবিতে চলমান আন্দোলনের ছবি নয় তা স্পষ্ট।