ভিক্ষার টাকায় কিনে দিলেন শিক্ষার্থীদের পোশাক

মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দিচ্ছেন আসাদ শেখ
মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দিচ্ছেন আসাদ শেখ  © সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় ভিক্ষা করে জমানো টাকা দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের পোশাক কিনে দিয়েছেন এক ব্যক্তি। সোমবার (২১ মার্চ) উপজেলার মদনপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব পোশাক তুলে দেন আসাদ শেখ।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বলেন, আসাদ শেখ (৫৫) একজন মানসিক প্রতিবন্ধী। তিনি গত ৫ বছর ধরে আশ্রয় নিয়ে আছেন আমার বাড়িতে। গ্রামে গ্রামে ভিক্ষা করে কিছু টাকা জমিয়েছিলেন। সেই টাকায় শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণের ইচ্ছা প্রকাশ করলে আমি ব্যবস্থা করে দিয়েছি।

জাহাঙ্গীর আলম বলেন, আমি চাই তিনি স্বজনদের কাছে ফিরে যান। খুলনার ডুমুরিয়া উপজেলায় তার বাড়ি। তবে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফিরিয়ে নিতে চান না।

আরো পড়ুন: ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের জয়জয়কার

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান বলেন, সদিচ্ছা থাকলে যে কেউ সহযোগিতার হাত বাড়াতে পারেন। আসাদ শেখ তার উদাহরণ। আমাদের মাদ্রাসা সরকারি সাহায্যের বাইরে রয়েছে। প্রতিষ্ঠানের জমি আছে, তবে ভবন নেই। শিক্ষকেরা বেতন পান না। ছাত্র-ছাত্রী থাকলেও মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়নি বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ