শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক, বাতাস করছে শিক্ষার্থী

শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক, বাতাস করছে শিক্ষার্থী
শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক, বাতাস করছে শিক্ষার্থী  © সংগৃহীত

শিক্ষার্থীরা ক্লাসে বসে আছে। অন্যদিকে শিক্ষক চেয়ারে ঘুমাচ্ছেন। এক শিক্ষার্থী তাকে হাত পাখা দিয়ে বাতাস করছে।  ভারতের বিহার রাজ্যের একটি স্কুলে  ঘটনাটি ঘটেছে।

বুধবার (৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। ঘটনাটি প্রকাশের পর যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

একজন ব্যবহারকারী বলেছেন, ওই শিক্ষক যদি ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করে তাহলে তাকে বহিষ্কার করা উচিত। অন্য এক ব্যবহারকারী বলেছেন, তাকে কয়েক মিনিটের মধ্যে অব্যাহতি দেওয়া উচিত।

আরও পড়ুন: বিয়ের দুই মাস পর জানতে পারলো স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা

একজন সহানুভূতি প্রকাশ করে লিখেছেন, যদি তার স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে তাকে ক্ষমা করুন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, এতে শিক্ষকের কোনো দোষ নেই। কারণ একদিকে বিদ্যুতের ব্যবস্থা নেই। অন্যদিকে অবকাঠামোর অবস্থাও খুব খারাপ।

একজন লিখেছেন, তিনশ বছর আগে এ ধরনের কাজকে প্রশংসা করা হতো। তাছাড়া এ কাজকে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও সেবা হিসেবে মনে করা হতো। কিন্তু এখন সময়ের অনেক পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ