ইন্দোনেশিয়ায় জাতিগত সংঘাতে নিহত ১৯

হামলায় আগুনের ঘটনা
হামলায় আগুনের ঘটনা   © সংগৃহীত

ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের একটি নাইটক্লাবে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে 

ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের পুলিশের মুখপাত্র এবং সিনিয়র কমিশনার অ্যাডাম এরউইন্ডি জাতিগত সংঘর্ষে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ওয়েস্ট পাপুয়ার সোরং শহরে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের হয়।

আরও পড়ুন:ঢাকায় আক্রান্তদের ৬৯ শতাংশের শরীরেই ওমিক্রন

একপর্যায়ে সংঘাতে জড়ানো এক গ্রুপ সেখানকার একটি নাইটক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এডাম বলেন, সোরংয়ের বিনোদন কেন্দ্রের এই রক্তক্ষয়ী ঘটনা তদন্ত করা হচ্ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়বে কিনা এখনও স্পষ্ট করা বলা যাচ্ছে না।

এদিকে, ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র দেদি প্রসেত্তো জানান, পার্শ্ববর্তী মালুকু দ্বীপ থেকে আসা দুই গ্যাংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ