সড়ক দুর্ঘটনায় একই মেডিকেলের ৭ শিক্ষার্থী নিহত
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১১:৪২ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২২, ১২:০৮ PM
সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ মেডিকেল কলেজের সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের সকলেই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র।
সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ভারতের মহারাষ্ট্রের ওয়ালর্ধাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল। প্রথম বর্ষের শিক্ষার্থী অবিষ্কার রাহাংদল এবং মেডিকেল ইন্টার্ণ নিতেশ সিং।
আরও পড়ুন: ১১৪ আসনের বিপরীতে মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত শিক্ষার্থী এক মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় মাইক্রবাসটি ব্রিজ নিচে পড়ে যায়৷ এতে এই ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে বিজেপির সংসদ সদস্য বিজয় রাহাংদালেএ ছেলে অবিস্কার রাহাংদালও ছিলেন।
আরও পড়ুন: ২৯ ঘণ্টা পর উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ সচল
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ার্ধার এসপি প্রশাদ হলকার গণমাধ্যমে জানান, নিহত শিক্ষার্থীরা ওয়ার্ধি থেকে দেওলা যাচ্ছিলেন।