ইতালি

সরকারের জুম মিটিংয়ে পর্ন চালিয়ে দিল হ্যাকাররা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

ইতালি সরকারের একটি জুম মিটিংয়ে প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত ভিডিও চালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ওই সভায় ২০২০ সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী জিওর্জিও পারিসি উপস্থিতি ছিলেন।

জানা গেছে, তথ্যের স্বচ্ছতা নিয়ে ওই জুম আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ইতালির আইন প্রণেতারা উপস্থিত ছিলেন। ৩০ মিনিট মিটিংটি চলার পর যখনকে জিওর্জিও পারিসিকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল ঠিক তখনই ফাইনাল ফ্যান্টাসির টিফা লকহার্টের একটি প্রাপ্তবয়স্ক ভিডিও সেই জুমে চালিয়ে দেয়।

আরও পড়ুন: করোনা প্রতিরোধে জাতীয় কমিটির পাঁচ পরামর্শ

ইতালির স্থানীয় সংবাদ মাধ্যম এএনএসএ জানায়, প্রথম ৩০ মিনিট জুম মিটিংটি বেশ ভালোভাবেই চলছিল। যখনই পারিসিকে পরিচয় করিয়ে দেওয়া কল এলো তখনই এক অংশগ্রহণকারী কলটি হাইজ্যাক করে নেন। আর চালিয়ে দেন ওই ভিডিওটি। যদিও জুম মিটিংয়ের রেকর্ড থেকে ওই বিশেষ অংশটি মুছে ফেলা হয়েছে তবে অনেকেই মজা করে বলছেন- যা একবার অনলাইনে আসে, তা অনলাইনেই থেকে যায়। এ ছাড়া জুমে অংশগ্রহণকারী সকলের মনেও এর প্রভাব দীর্ঘদিন থেকে যাবে।

ইতালির জাতীয় একটি টিভি চ্যানেল সেনাটো টিভিতে অনলাইনের এই জুম মিটিংটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ফলে ঘরে-বাইরের সব বয়সী অসংখ্য দর্শক ভিডিও ক্লিপটি না দেখে পারেনি। সবাই ওই হ্যাকারকেই হাইজ্যাক করার জন্য দায়ী করছেন। কোটাকু জানাচ্ছে, অনেকেই ওই ভিডিও ক্লিপটি শেয়ার করেছেন। সুতরাং এটা এখন খুঁজে বের করা প্রায় অসম্ভব যে কে ছিল ওই হ্যাকার।

আরও পড়ুন: করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ১০ হাজার ছুঁই ছুঁই

মিটিংটির হোস্ট ছিলেন ফাইভ স্টার মুভমেন্ট সিনেটর মারিয়া লরা মান্তেভানি। যখনই ক্লিপটি চলতে শুরু করার পরই কেউ একজন চিৎকার করে ওঠেন এবং সঙ্গে সঙ্গে মান্তেভানি তাঁর সহকারীকে জুমটি বন্ধ করে দিতে বলেন। তার পরও দেরি হয়ে যায় এবং অশ্লীল ভিডিও ক্লিপটি প্রায় ৩০ সেকেন্ড প্রদর্শিত হয়। যাই হোক, এই অনভিপ্রেত ঘটনার পর জুম ফের শুরু হয় এবং সেটি শেষ পর্যন্ত আর কোনো 'বাজে' ঝামেলায় পড়েনি।


সর্বশেষ সংবাদ