ওমানে তাণ্ডব চালিয়ে আরব আমিরাতে যাচ্ছে ‘শাহিন’

রবিবার প্রচণ্ড শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি ওমানে আঘাত হানে।
রবিবার প্রচণ্ড শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি ওমানে আঘাত হানে।  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবের পর এবার তা আরব আমিরাতের উপর দিয়ে বয়ে যাবে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সোমবার (৪ অক্টোবর) শাহিনের তাণ্ডবে ওমানে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কমপক্ষে ১১ প্রাণহানি হলো দেশটিতে। এছাড়া ইরানে ঝড়ের কারণে ৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সপ্তাহজুড়ে আরব সাগরে বিচরণের পর রবিবার প্রচণ্ড শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি ওমানে আঘাত হানে।

রবিবার স্থলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টির প্রভাবে ওমানে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত হয়। এতে রাজধানী মাস্কাটসহ ওমানের উপকূলীয় অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এর আগে রোববার ঘূর্ণিঝড়টির প্রভাবে জলোচ্ছ্বাস হয়।

স্থানীয় আবহাওয়া বিভাগগুলো জানাচ্ছে, রবিবার ওমানে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টির শক্তি ক্ষয় হতে শুরু করে। তবে এখনও ঘূর্ণিঝড় শাহিনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড়ের পরবর্তী গন্তব্য আরব আমিরাতের আল আইন শহর ইতিমধ্যে জরুরি সতর্কবার্তা জারি করেছে। আল আইনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরে ছুটি ঘোষণা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ