প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

বরিস জনসন
বরিস জনসন  © ফাইল ফটো

প্রয়োজন হলে তালেবানের সঙ্গে যুক্তরাজ্য অবশ্যই কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, আফগানিস্তানের জন্য সমাধান বেড় করতে যুক্তরাজ্যের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। 

শুক্রবার (২০ আগস্ট) লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন এ কথা বলেন।

বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।

তিনি আরও বলেন, আফগানিস্তান ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে হাজার হাজার হতাশ আফগান ভিড় করেছেন। তবে এখন পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, গত শনিবার থেকে ১৬১৫ জনকে আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার, ৩২০ দূতাবাস কর্মী এবং ৪০২ জন আফগান রয়েছেন।


সর্বশেষ সংবাদ