বাঙালি আবার প্রমাণ করল, আমরাই শ্রেষ্ঠ, আমাদের কেনা যায় না: নচিকেতা
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ০২ মে ২০২১, ০৪:৩৮ PM , আপডেট: ০২ মে ২০২১, ০৫:১০ PM
পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে শেষ মুহূর্তের ভোট গণনা চললেও বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। ইতোমধ্যে রাজ্যটির বিভিন্ন জেলায় জয়োৎসব উউদযাপন শুরু করেছে তৃণমূলের কর্মীরা। সেই স্রোতে গা ভাসালেন জনপ্রিয় সংগীত শিল্পী নচিকেতা।
রবিবার (২ মে) আনন্দবাজার পত্রিকায় নচিকেতা লিখেছেন, আজ বাঙালির দিন। বাঙালি আজ জিতিয়া আবার প্রমাণ করে দিল যে, তারাই শ্রেষ্ঠ। আমাদের টাকা দিয়ে কেনা যায় না। শুনেছি পুরো নির্বাচনে ২৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। তবে এই টাকা দিয়ে বাঙালিদের কেনা যায় না।
নচিকেতা জানান, একজন মানুষ হুইল চেয়ারে বসে সমগ্র কোলকাতা ঘুড়লেন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন। তাদের দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। অথচ একদল লোকের দিল্লি-বাঙলা যাতায়াতেই ৩০০ কোটি টাকা খরচ হয়ে গেল।
তিনি আরও বলেন, একজন মনীষী বলেছিলেন 'বাঙালিরা আজ যা ভাবে, ভারত সেটি ভাবে পরশু'। বাঙালিদের এই গর্বের জায়গাটা একটা সময় পর্যন্ত ছিল। তবে এখন আমাদের লজ্জা হয়। আমরা এখন ইংরেজিতে কথা বলতে বেশি পছন্দ করি। হিন্দিতেও বলি। কিন্তু আজ একটা বিষয় প্রমাণ হয়ে গেছে যে দলটা পুরো ভারতকে দখল করেছে, তারা কোলকাতাকে কব্জা করতে পারেনি।