অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি অভিষেক বচ্চনের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৯:৪৯ AM , আপডেট: ২৭ এপ্রিল ২০২১, ০৯:৪৯ AM
‘সত্য কঠিন। সবাই উঁচুনিচু, কঠিন সময় পাড়ি দিয়েই বড় হয়। আমাদেরও এমন কঠিন সময় পার করতে হয়েছে। টাকার অভাবে আমি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। মুম্বাই, দিল্লি আর সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুল শেষে আমাকে উচ্চমাধ্যমিক পাসই থেকে যেতে হয়েছে।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ‘বব বিশ্বাস’ ছবির প্রচারণায় এসে এভাবেই নিজেদের পারিবারিক দুঃসময় নিয়ে অকপটে কথা বলেছেন অভিষেক বচ্চন। বলিউডের ‘ড্রপড আউট’দের খাতায় ‘সফল অভিনেতা’ হিসেবে নাম আছে অভিষেক বচ্চনের।
অভিষেক আরও জানান, সেসময়ে খুব অর্থসংকটে ছিলেন তার বাবা অমিতাভ বচ্চন। অভিষেক তখন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ‘লিবারেল আর্টস ও পারফর্মিং আর্টস’ নিয়ে পড়ছিলেন।
অর্থকষ্ট মেটাতে অমিতাভ তখন ‘অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড’ নামে প্রযোজনা সংস্থাও খোলেন। কিন্তু লোকসানের মুখে পড়ে এই প্রতিষ্ঠানটিও। সব পুঁজি খুইয়ে অভিষেককেও মাঝ পথে পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে আসতে বলেন অভিতাভ বচ্চন।
পরবর্তীতে যশ রাজ ফিল্মের ব্যানারে ‘মোহাব্বাতে’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন অমিতাভ। এরপর আর পিছনে ফিরে থাকাতে হয়নি। একের পর এক সুপার হিট সব চলচ্চিত্রে অভিনয় করেন বাবা-ছেলে। অর্থকষ্টও চলে যায় একসময়। তবে পড়াশোনাটা বাকিই থেকে যায় অভিষেকের।
অভিষেক বচ্চনকে শেষবার দেখা গেছে ‘দ্য বিগ বুল’–এ। এরপর তাঁকে দেখা যাবে ‘বব বিশ্বাস’–এ। চলছে ‘দশবি’র শুটিং। আর অমিতাভ বচ্চন ৭৮–এ দাঁড়িয়ে ভারতের সবচেয়ে বড় মেগাস্টার। একের পর এক ছবি করে যাচ্ছেন তিনি।