মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করার আহবান জাতিসংঘ মহাসচিবের

আন্তোনিও গুতেরেস
আন্তোনিও গুতেরেস  © ফাইল ফটো

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নির্বাচন ভন্ডুল করে দেওয়া গ্রহণযোগ্য নয়। সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের বোঝা উচিত, এভাবে দেশ শাসন করা যায় না।

জাতিসংঘ মহাসচিব মিয়ানমার পুনর্গঠনে সাংবিধানিক আদেশেরও আহবান জানিয়েছেন। বিবিসির জানিয়েছে, মহাসচিব আশা করেনন, এ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি ঐক্যে পৌঁছাবে।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে সবকিছু করব।নির্বাচনের ফল উল্টে দেওয়া, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া খুবই গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীকে বোঝাতে হবে, এটা দেশ শাসনের উপায় নয়। এভাবে এগিয়ে যাওয়া যায় না।

এদিকে মিয়ানমারে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্যবহারকারীরা জানান, তাঁরা ফেসবুকে ঢুকতে পারছেন না। এর আগে বুধবার মিয়ানমারে তরুণ ও শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দেন। এতে তাঁদের ফেসবুক পেজে বিপুল সংখ্যক লাইকও পড়ে।


সর্বশেষ সংবাদ