বিদেশী শিক্ষার্থীদের বাধা কাটলো মালয়েশিয়ায়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৬ AM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৬ AM
মালয়েশিয়ায় অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসতে পারবেন। ২০২১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার বাধা কাটলো বিদেশেী শিক্ষার্থীদের। তবে এক্ষেত্রে যুক্তরাজ্য ব্যতীত সকল বিদেশী শিক্ষার্থীদের জন্য এ ঘোষণা দেয়া হয়েছে।
ঘোষণায় দেশটির সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি ক্লাস্টার) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব মঙ্গলবার বিকেলে বলেন, বর্তমান ও নতুন শিক্ষার্থীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদের আগমনের পূর্বে নিরাপদ আবাসনের ব্যবস্থা করে আসতে হবে।
তিনি বলেন, শিক্ষর্থীদের এখানে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের জন্য সাধারণ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রযোজ্য হবে। শিক্ষার্থীদের অবশ্যই মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রার তিন দিন আগে একটি কোভিড -১৯ এর নমুনা পরীক্ষা করাতে হবে। আমাদের বিমানবন্দরে পৌঁছানোর পর আরো একটি নমুনা পরীক্ষা করানো হবে। এর ফলাফল নেতিবাচক হলেও, তাকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হবে।
মালয়েশিয়ায় আগামী ১ জানুয়ারি শুক্রবার থেকে বিদেশি শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় লন্ডনসহ কয়েকটি শহরের শিক্ষার্থীদের এই মুহূর্তে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। [সূত্র: এনএসটিটিভি]