ছাত্রীদের স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রিয়া

স্কার্ফ পরেই স্কুলে যেতে পারবেন অস্ট্রিয়ার ছাত্রীরা
স্কার্ফ পরেই স্কুলে যেতে পারবেন অস্ট্রিয়ার ছাত্রীরা  © ইন্টারনেট

যুগান্তকারী সিদ্ধান্ত নিল অস্ট্রিয়া। প্রাথমিক স্কুলের ছাত্রীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা বাতিল করেছে দেশটির আদালত। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত এ আইনটি বাতিল করে দেয়। ইসলামি পোশাককে লক্ষ্য করে এবং ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে নিষেধাজ্ঞাটি জারি ছিল বলে আদালত জানিয়েছে।

তুরস্কের ডেইলি সাবাহ জানায়, অস্ট্রিয়ার আগের জোট সরকার ২০১৯ সালের মে’তে এ আইন করেছিল। দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করে কনজারভেটিভ পিপলস পার্টি। তবে দুর্নীতির দায়ে পদত্যাগ করে ওই সরকার।

বিবিসি জানিয়েছে, ১০ বছরের নিচে মেয়েদের স্কার্ফ পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারের ভাষ্য, রাজনৈতিক ইসলাম থেকে মেয়েদের সুরক্ষায় এ আইন করা হয়েছিল। তবে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে ফের ক্ষমতায় আসা পিপলস পার্টি নিষেধাজ্ঞা ১৪ বছরের নিচের বয়সী মেয়েদের পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়।

পরবর্তীতে সেই আইনের চ্যালেঞ্জ জানায় দুই শিশু ও তাদের বাবা-মা। এর পরিপ্রেক্ষিতে আইনটি তুলে নেওয়ার রায় দিল আদালত। অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলামিক ফেইথ কমিউনিটি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।


সর্বশেষ সংবাদ