জাতির শান্তি কামনায় সিন্ধু নদে পূজা করেছি— মোদির স্ট্যাটাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৫:২৯ PM , আপডেট: ০৪ জুলাই ২০২০, ০৫:৩৬ PM
জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় সিন্ধু নদীতে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে মোদি জানান, ‘গতকাল নিমুতে সিন্ধু পূজা করেছি। জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধি প্রার্থনা করেছি’।
এর আগে লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত ও চীনা সেনাদের উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার লাদাখ সফর করেছেন তিনি। লাদাখে নিয়োজিত সেনাদের উদ্দেশ্যে বক্তৃতা করার পর জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় সিন্ধু নদীতে পূজা দেন ভারতীয় প্রধানমন্ত্রী।
লাদাখে একদিনের সফরে গিয়ে সেনাদের উদ্দেশ্যে মোদি বলেছেন, ‘আমি দুই মাকে সবচেয়ে বেশি সম্মান করি। এক, ভারতমাতা এবং দুই, বীরমাতা, যাঁরা এই সাহসী, পরাক্রমী সেনাদের জন্ম দিয়েছেন’।
জানা যায়, সিন্ধু নদীর পাড়ের ঐতিহাসিক সভ্যতার অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সিন্ধু দর্শন উৎসব হয়ে থাকে। তিন দিনের উৎসবে সিন্ধু নদীকে ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে স্বীকৃতি দেয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, লাদাখের গালওয়ানে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার কয়েক দিন পরেই মোদির একদিনের এ সফর। সফরের ফাঁকে নিমু এলাকায় সিন্ধু দর্শনে গিয়ে পূজা দিয়েছেন মোদি।