১৪ লাখ টাকায় বাঁচবে দিপু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ AM
স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই স্বপ্ন ফিকে হতে বসেছে, হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে নীলফামারীর দিপু। দিপুকে বাঁচাতে প্রয়োজন ১৪ লাখ টাকা।
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র দিপু কিডনি রোগে আক্রান্ত। এই রোগের কারণে গত সাত মাস যাবৎ দিপু স্কুলে যেতে পারছে না।দিপুর বাবা পেশায় একজন বিক্রয়কর্মী। ৭ মাস ধরে সন্তানের চিকিৎসার খরচ চালাতে তিনি এখন সর্বস্বান্ত। এ অবস্থায় তিনি আর ছেলের চিকিৎসার ব্যয় চালিয়ে যেতে পারছেন না।
দিপু বর্তমানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ-এ চিকিৎসাধীন। তার চিকিৎসার পূর্ণ কোর্স সম্পন্ন করতে আরো অন্তত ১৩ লাখ টাকা দরকার। এ অবস্থায় দিপুর চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে তার পরিবার।
আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: ব্যাংক একাউন্ট নং: ১১৭৩১২১১৫৬৮৫১৩১( বিকাশ চন্দ্র দাশ, মারকেন্টাইল ব্যাংক, নীলফামারী। বিকাশ: ০১৭৩৯৪২৭৬২৬, রকেট: ০১৭২২৯৩৪৪৮৬০