কবে থেকে কার্যকর হবে ট্রাম্পের নতুন শুল্ক—জানাল হোয়াইট হাউজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২২ AM

আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্যিক ভারসাম্যহীনতা’ কাটাতে বাংলাদেশসহ ৩৫টি দেশের পণ্যের পূর্বের শুল্ক বাতিল করে নতুন শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই নতুন আরোপিত শুল্ক কবে থেকে কার্যকর হবে তা জানিয়েছে হোয়াইট হাউস।
বুধবার (২ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা কার্যকর করা হবে আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিট থেকে। আর যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প, সেই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল মার্কিন স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিট থেকে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ১১ ঘণ্টা। সেই হিসেবে এবং হোয়াইট হাউসের ঘোষণা অনুসারে, বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত নতুন শুল্ক কার্যকর হবে বাংলাদেশের স্থানীয় সময় ১০ এপ্রিল বেলা ১১টা থেকে।
প্রসঙ্গত, এই উপমহাদেশভুক্ত ৩ দেশের মধ্যে বাংলাদেশি পণ্যের ওপরই সবচেয়ে বেশি শুল্ক জারি করেছেন ট্রাম্প। উপমহাদেশের অপর দুই দেশ ভারতের ওপর ২৬ শতাংশ ও পাকিস্তানের পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক জারি করা হয়েছে।
এর আগে, ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন রপ্তানি শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।