৫১ বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিল মালয়েশিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৩:২১ PM

ভুয়া কাগজপত্র ও কর্তৃপক্ষকে ফাঁকি দেওয়ার অভিযোগে মালয়েশিয়া প্রবেশের সময় ৫১ বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্য থেকে এলোমেলোভাবে ৬৭ জনকে তল্লাশি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তার মধ্যে ৫১ জনই কোনো না কোনো অপরাধ করেছে। তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তার চোখ এড়ানোর আশায় তারা ঘুরে বেড়াচ্ছিল।
একেপিএস আরও বলেছে, কয়েকজন তো ইমিগ্রেশন ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগের চেষ্টা করে। ফলে তাদের মালয়েশিয়ায় আগমনের আসল কারণ নিয়ে শঙ্কায় পড়ে যায় কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন কর্মকর্তাদের থেকে দৌড়ে পালানোর চেষ্টাও করেছেন কয়েকজন। অবশ্য তাদের ধরা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছে বিভিন্ন রকম ভুয়া কাগজপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে একেপিএস। মালয়েশিয়ায় আগমনের সঠিক উদ্দেশ্য ব্যাখ্যা করতেও তারা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
একেপিএসের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের অনেকে স্বীকার করেছেন, তাদের প্রধান উদ্দেশ্য ছিল একটি চাকরি জোটানোর চেষ্টা করা।
পরবর্তী ফ্লাইটে আটক ৫১ ব্যক্তিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে একেপিএস।