জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ

বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ জুলাই গণহত্যার ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশ সময় আজ বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
জানা গেছে, এই আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া উপস্থিত ছিলেন ফারহানা শারমিন ইমু।
আরও উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায়বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন।
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করার অনুষ্ঠানের সাইড ইভেন্ট হিসেবে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।