পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, যা আলোচনা হলো

  © সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন গত মাসে শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুজনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে গত শুক্রবার নিজেই এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর মধ্য দিয়ে এবারের মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম বিশ্বের প্রভাবশালী এ দুই নেতার মধ্যে আলাপ হলো। আর ২০২২ সালের পর এতদিন তাদের মধ্যে সরাসরি কোনো আলাপ হয়নি। এবার সেই আলোচনা হলো।

ক্ষমতায় আসার আগে থেকেই ট্রাম্প বলে আসছেন, তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। এমনকি নির্বাচনে জেতার পর ট্রাম্প বলেন, বিশ্বে কোনো যুদ্ধ আর থাকবে না। তবে ঠিক কীভাবে তিনি যুদ্ধ বন্ধ করবেন, সে ব্যাপারে কিছু বলেননি। 

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গত সপ্তাহে ট্রাম্প জানান, এ নিয়ে তারা কাজ করছেন। এমনকি কিছু অগ্রগতি এসেছে বলেও মন্তব্য করেন এই নেতা। 

এবার ট্রাম্প বললেন, পুতিনের সঙ্গে কতবার কথা হয়েছে, তা নিয়ে তিনি কিছু বলতে চাচ্ছেন না। তিনি শুধু বলেন, ‘তিনি (পুতিন) চাইছেন, মানুষ যেন না মরে।’ তবে এসব মন্তব্য নিয়ে কোনো বিবৃতি দেয়নি হোয়াইট হাউস। 
   
এ ব্যাপারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘আলোচনার বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে। বিভিন্ন চ্যানেলে এসব যোগাযোগ হচ্ছে। আমি এ ব্যাপারে বিস্তারিত বলছি না। আবার আলোচনা হয়নি, এমনও বলছি না।’


সর্বশেষ সংবাদ