কাল মুক্তি পাচ্ছেন তিন ইসরায়েলি পাঁচ থাই নাগরিক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৩১ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ PM
![](https://cdn.thedailycampus.com/resources/img/article/202501/168631_147.jpg)
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে কাল তিন ইসরায়েলি এবং পাঁচ থাই নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (২৯ জানুয়ারি) মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসরের মাধ্যমে এসব জিম্মির নামের তালিকা দিয়েছে হামাস। তিন ইসরায়েলি হলেন আরবেল ইয়েহুদ (২৯), আগাম বেরগার (১৯) এবং গাদি মোসে মোজেস (৮০)।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দপ্তর জিম্মিদের নামের তালিকা পাওয়ার তথ্য স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। পাঁচ থাই নাগরিকের জিম্মির মুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনো আট থাই নাগরিক ও একজন করে নেপালি ও তানিজানিয়ান রয়েছেন। অবশ্য আট থাইয়ের মধ্যে দুজন মারা গেছেন। এছাড়া তানজানিয়ার ওই নাগরিকও নিহত হয়েছেন।
তিন ইসরায়েলির মধ্যে আরবেল ইয়েহুদের গত শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তিনি ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতে বন্দি থাকায়; তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
আর তাকে মুক্তি না দেওয়ায় সাধারণ গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দিচ্ছিল না ইসরায়েল। পরবর্তীতে হামাস এই নারীকে মুক্তির আশ্বাস দেয়। এরপর দখলদার ইসরায়েল গাজাবাসীকে উত্তরাঞ্চলে যেতে দেয়।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। এ সময় ২৫০ জনেরও বেশি মানুষকে গাজায় ধরে নিয়ে যায় তারা। ওই বছরের নভেম্বরের শেষ সপ্তাহে সাতদিনের যুদ্ধবিরতিতে ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। যারমধ্যে থাইল্যান্ডের নাগরিকরাও ছিল।