কারাগার থেকে মুক্তি পেয়ে যা বললেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ PM
তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি পেলেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। মুক্তি পেয়ে তিনি বললেন, দীর্ঘদিন কারাগারে থেকে তার শরীর দুর্বল হতে পারে, তবে তিনি মানসিকভাবে এখনো ইস্পাতের মতো শক্ত।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) ফ্রান্সের ম্যাগাজিন এল এর এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
গত ২৫ বছরে বিভিন্ন কারণে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও সবার অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখায় নার্গিসকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ইরানে মৃত্যুদণ্ড ও নারীর হিজাবনীতির বিরোধিতা করায় তাকে অভিযুক্ত করা হয়েছে। ফলে ২০২১ সালে সর্বশেষ কারাবন্দী হন তিনি।
হাড়ে অস্ত্রোপচার ও টিউমার অপসারণের জন্য তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিন সপ্তাহের জন্য তার কারাদণ্ড স্থগিত করা হয়।
তখন তিনি এল কে দেওয়া সাক্ষাৎকারে লিখিত ও ভয়েস বার্তায় জানান, ‘তিন বছর ধরে বারবার কারাগারে গিয়ে আমার শরীর দুর্বল হয়েছে এটা সত্যি, কিন্তু আমার মন শক্ত হয়েছে।’
নার্গিস তার আত্মজীবনী প্রকাশ করতে চান বলে জানিয়েছেন। ইতিমধ্যে এটি লেখা হয়ে গেছে এবং বর্তমানে তিনি তার দ্বিতীয় বই লিখছেন। বইটিতে তিনি মূলত ইরানে কারাগারে বন্দী নারীদের যৌন নিপীড়ন ও নির্যাতনের বিষয়ে লিখেছেন।
তবে অস্থায়ী মুক্তির জন্য নার্গিসকে ২১ দিন অতিরিক্ত সাজাভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য ২০২৩ সালের ৬ অক্টোবর নার্গিস মোহাম্মদি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পান। তার সন্তানেরা নরওয়ের অসলোয় আয়োজিত এক অনুষ্ঠান থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানের কয়েক সপ্তাহ পর ইরানের একটি বিপ্লবী আদালত তাকে আরও ১৫ মাস অতিরিক্ত কারাদণ্ড দেন।