রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের খুঁটিনাটি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল শুরু হবে। বরাবরের ন্যায় এবারও তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে ৯২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বরাবরই বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট। পাশাপাশি অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
এক নজরে ‘বি’ ইউনিট
এই ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
আসন সংখ্যা
গতবছর থেকে এ বছর ‘বি’ ইউনিটে ৪৪টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৫৯টি; যা গত বছরে ছিল ৫১৫টি। তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি; গত বছরে ছিল ৩৪৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৬৬টি; যা গতবছর ছিল ১৫০টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ২৬টি; যা গতবছর ছিল ২০টি আসন।
আবেদন
আগামী ৫ জানুয়ারি সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। প্রাথমিক আবেদন শেষে চূড়ান্ত আবেদন শুরু হবে ২১ এপ্রিল থেকে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসএসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৯২ হাজার ভর্তি–ইচ্ছুক এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। ‘বি’ ইউনিটে চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা (সার্ভিস চার্জসহ)।
পরীক্ষা পদ্ধতি
বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।
মানবণ্টন যেভাবে
বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে। বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫, (ঘ) হিসাববিজ্ঞান- ২৫ এবং (ঙ) ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন- ১৫। অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর এবং আইসিটি- ১৫।
যেসব শর্তসমূহ মানতে হবে
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-তে ভর্তির জন্য ইংরেজিতে বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের MCQ পরীক্ষায় মোট ২৫-এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।
কোন বিভাগে কত আসন
(ক) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আসন রয়েছে ১১০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ১০০টি, বিজ্ঞানে ৭টি এবং মানবিকে ৩টি। (খ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে ১০০টি; যা গত বছরে ছিল ৮০টি। এরমধ্যে বাণিজ্য ৫৫টি, বিজ্ঞানে ৪০টি এবং মানবিকে ৫টি। (গ) মার্কেটিং বিভাগে আসন রয়েছে ১১০টি। এরমধ্যে বাণিজ্য ৬৫, বিজ্ঞান ৪০ এবং মানবিক ৫টি। (ঘ) ফাইন্যান্স বিভাগে আসন রয়েছে ৮০টি। এরমধ্যে বাণিজ্যে ৫৫, বিজ্ঞানে ২৩ এবং মানবিকে ২টি।
(ঙ) ব্যাংকিং ও ইনস্যুরেন্স আসন রয়েছে ৭০টি; গত বছরে ছিল ৬০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের ৪৫টি, বিজ্ঞানে ২৩টি এবং মানবিকে ২টি। (চ) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৪৫টি; গত বছরে ছিল ৩৫টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপ ২৫, বিজ্ঞানে ১৫ এবং মানবিকে ৫টি আসন। (ছ) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউড (আইবিএ) মোট আসন রয়েছে ৪৪টি; গত বছরে ছিল ৪০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ২২টি, বিজ্ঞানে ১৮টি এবং মানবিকে ৪টি আসন।
পরীক্ষার সময়সূচি
আগামী ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। মোট ৯২ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
মেধাতালিকা
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে। এছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।