যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়ি চালিয়ে দিলেন সাবেক সেনা সদস্য, নিহত ১৫
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১০:২৮ AM
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বুধবার স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে ফ্রেঞ্চ কোয়ার্টার পার্টি এলাকার বুরবোন স্ট্রিটে এ ঘটনা ঘটে। দেশটির ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে।
বিবিসির খবরে বলা হয়েছে, নিউ অরলেন্স শহরের স্থানটি নাইটলাইফের জন্য বেশ প্রসিদ্ধ। ঘটনার সময় ফ্রেঞ্চ কোয়ার্টারে রাস্তাটি নববর্ষ উদযাপনকারী পর্যটক ও স্থানীয়দের দিয়ে পূর্ণ ছিল। এফবিআই জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী সামসুদ্দিন জব্বার। যিনি একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি দেশটির সেনাবাহিনীর প্রাক্তন সদস্য।
সিবিএস নিউজ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, চালক ব্যারিকেড ভেঙে জনতার ভিড়ের মধ্যে প্রচণ্ড গতিতে পিকআপ তুলে দেয়। পরে নেমে গুলি করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলি চলাকালে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা সন্দেহভাজন ব্যক্তির গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে এফবিআই। তবে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
আরো পড়ুন: বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি
এফবিআই জানিয়েছে, হামলায় জড়িত ওই পিকআপের ভেতর থেকে ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গেছে। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কী-না বা তিনি কোনো ‘সন্ত্রাসী সংগঠন’র সঙ্গে জড়িত কী-না, তা তদন্ত করা হচ্ছে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর থেকে জানা গেছে, পিকআপটি থেকে আগ্নেয়াস্ত্র এবং পাইপ বোমা উদ্ধার করা হয়েছে।
লুইজিয়ানা স্টেট পুলিশের বরাতে এপি জানায়, এগুলো কুলারের ভেতরে লুকানো ছিল এবং রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য তারের সাথে সংযুক্ত ছিল। সেখান থেকে একটি রিমোট কন্ট্রোলও পাওয়া যায়। পরে সেগুলো নিষ্কিয় করা হয়েছে।