সৌদিতে গ্রেফতার ১৮ হাজার ৪৮৯ জন প্রবাসী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ AM
আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে এক সপ্তাহে ১৮ হাজার ৪৮৯ জনকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এদের মধ্যে ১০ হাজার ৮২৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৬৩৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং ৩ হাজার ২৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১,১২৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫৬% ইউথোপিয়ান, ৪২% ইয়ামেনি এবং ২% অন্য দেশের নাগরিক।
এছাড়া সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে পালানোর সময় ৫৭ জন এবং অবৈধদের পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সাহায্যকারী ব্যক্তির জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা আরোপের আইন রয়েছে।