ভারতে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

১৮ নভেম্বর ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ওডিশার আবুল কালাম দ্বীপে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়।

ওডিশার আবুল কালাম দ্বীপে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। © টাইমস অব ইন্ডিয়া

ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। শনিবার (১৭ নভেম্বর) ওডিশার আবুল কালাম দ্বীপ থেকে এটি উৎক্ষেপণ করা হয়। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানান।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যা বায়ুমণ্ডলের নিচ দিয়ে দ্রুতগতিতে চলতে পারে এবং রাডারে শনাক্ত হওয়া কঠিন। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত করতে সক্ষম এবং প্রয়োজনে মাঝপথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এবং এবার ভারতের নামও এই তালিকায় যুক্ত হলো।

বিবৃতিতে রাজনাথ সিং বলেন, `দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফলতা ভারতের জন্য বড় একটি মাইলফলক।'

এর আগে চীন তাদের অত্যাধুনিক অস্ত্রগুলোর প্রদর্শনী করেছে, যেখানে জে-৩৫এ যুদ্ধবিমান, হামলা করা ড্রোন এবং এইচকিউ-১৯ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেখানো হয়, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক আকাশযান ধ্বংস করতে সক্ষম।

এদিকে, ভারত পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটে রয়েছে। রাশিয়া থেকেও ভারতে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে।

ট্যাগ: ভারত
আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬